Vorer Shonar Alo Tomar Kotha Bole Lyrics

Vorer Shonar Alo Tomar Kotha Bole Lyrics
ভোরের সোনার আলো তোমার কথা বলে

ভোরের সোনার আলো তোমার কথা বলে
প্রভু, তোমার কথা বলে।
দূর গগনের তারা তোমার কথা বলে
প্রভু, তোমার কথা বলে।।
সাগর গানে গানে, ঝর্ণা মধুর তানে তোমার কথা বলে,
প্রভু, তোমার কথা বলে।।
ফাগুন যবে আসে ধরার নিমন্ত্রণে
মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে
সেও তোমার কথা বলে, প্রভু, তোমার কথা বলে।
সবার হৃদয় মাঝে যে অনন্ত প্রেম রাজে সেও তোমার কথা বলে,
প্রভু, তোমার কথা বলে।।

Scroll to Top