জ্ঞানের সাধক: সাধু থমাস অ্যাকুইনাসের জীবন ও অবদান

সাধু থমাস অ্যাকুইনাসের জন্ম ১২২৫ সালে ইতালির লাজিও অঞ্চলের রোক্কাসেক্কা দুর্গে বলে ধারণা করা হয়। তাঁর পরিবার ছিল সম্পন্ন, কিন্তু পরিবারের কনিষ্ঠ সন্তান হওয়ায় তাকে সন্ন্যাসী হওয়ার প্রত্যাশা করা হয়েছিল।

পুণ্যস্মরণ: ২৮ জানুয়ারি
পৃষ্ঠপোষক: ছাত্রছাত্রী এবং সমস্ত বিশ্ববিদ্যালয়
জন্ম: ১২২৬
মৃত্যু: ১২৭৪
ধন্য ঘোষণা: ১৩২৩ সালে পোপ জন XXII দ্বারা

মাত্র পাঁচ বছর বয়সে, থমাস মোন্তে ক্যাসিনোতে পড়াশোনা শুরু করেন এবং সেখানে থাকেন যতদিন না সম্রাট ফ্রেডরিক II এবং পোপ গ্রেগরি IX-এর মধ্যে সামরিক সংঘর্ষ আবির্ভূত হয়। এরপরে তাকে নেপলসের স্টুডিয়াম জেনারেল-এ ভর্তি করা হয়।

নেপলস বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, থমাস অ্যারিস্টটল, আভেরোস এবং মাইমোনিডিস-এর দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন এবং সেখানে ডমিনিকান প্রচারক জন অফ সেন্ট জুলিয়ানের সংস্পর্শে আসেন। ডমিনিকান অর্ডারে যোগ দেওয়ার জন্য তিনিই থমাসকে প্রভাবিত করেন।

থমাসের পরিবার যখন এই সিদ্ধান্ত জানতে পারে, তখন তাঁর মা থিওডোরা তাকে প্যারিস পাঠানোর ব্যবস্থা করেন। রোম যাওয়ার পথে তাঁর ভাইরা তাকে অপহরণ করে এবং মোন্তে সান জোভান্নি কাম্পানো দুর্গে নিয়ে যান।

পরবর্তী এক বছর থমাসকে বন্দি রাখা হয়, এবং এই সময়ে তিনি তাঁর বোনদের পড়াশোনায় সাহায্য করেন এবং ডমিনিকান অর্ডারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর ভাইয়েরা একটি পতিতাকে থমাসকে প্রলুব্ধ করার জন্য পাঠালেও তিনি তাঁকে তাড়িয়ে দেন এবং দুইজন দেবদূত তাঁকে স্বপ্নে উপস্থিত হয়ে কৌমার্যের প্রতিশ্রুতিতে দৃঢ় করেন।

শেষ পর্যন্ত, থিওডোরা গোপনে থমাসকে দুর্গ থেকে পালাতে সাহায্য করেন। ১২৪৪ সালে, থমাস নেপলসে ফিরে যান এবং ডমিনিকান অর্ডারের মাস্টার জেনারেল জোহানেস ভন উইল্ডেশাউজেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরবর্তী বছর, থমাস প্যারিসে যান এবং সেন্ট জেমস কলেজের অধ্যাপক আলবার্টাস ম্যাঙ্গাসের সংস্পর্শে আসেন। ১২৪৮ সালে, থমাস আলবার্টাস ম্যাঙ্গাসের সঙ্গে কোলোনে যান এবং সেখানে ম্যাগিস্টার স্টুডেনটিয়াম পদে নিযুক্ত হন। থমাসের নীরবতা ও কম কথা বলার জন্য তাকে অনেকেই মূর্খ ভাবতেন। তবে ম্যাঙ্গাস বলেছিলেন, “আপনারা তাকে বোবা ষাঁড় বলুন, কিন্তু একদিন তার শিক্ষার গর্জন সারা বিশ্বে শোনা যাবে।”

থমাস প্যারিসে ফিরে এসে তার স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করেন এবং ১২৫৬ সালে তাকে রিজেন্ট মাস্টার পদে নিযুক্ত করা হয়। তাঁর এই সময়ের উল্লেখযোগ্য রচনা হল ‘কোয়েস্টিওনেস ডিসপিউটাটে ডি ভেরিটাতে’ এবং ‘সুম্মা কন্ট্রা জেনটিলেস’।

১২৬৫ সালে থমাসকে রোমে ডাকা হয় এবং তাকে পোপের ধর্মতত্ত্ববিদ হিসেবে নিযুক্ত করা হয়। এই সময়েই তিনি তাঁর বিখ্যাত রচনা ‘সুম্মা থিওলজিয়া’ লেখেন। তিনি বিশ্বাস করতেন যে ধর্মীয় সত্যের শিক্ষকদের শুধু দক্ষ শিক্ষার্থীদের নয়, শিক্ষার শুরুতে থাকা শিক্ষার্থীদেরও সাহায্য করা উচিত।

থমাস ১২৭৪ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর দেহ টুলুজের জ্যাকোবিন গির্জায় সমাহিত করা হয়। ১৩২৩ সালের ১৮ জুলাই পোপ জন XXII তাকে সাধু ঘোষণা করেন। পরে পোপ পিয়াস V তাকে গির্জার চিকিৎসক (ডক্টর অফ দ্য চার্চ) হিসেবে অভিহিত করেন।

থমাসের দর্শনশাস্ত্র এবং রচনাগুলি আজও পড়াশোনা এবং বিতর্কের বিষয়। তাঁর সৌন্দর্যতাত্ত্বিক তত্ত্বগুলি, বিশেষত ‘ক্লারিটাস’-এর ধারণা, সাহিত্যিক জেমস জয়েস এবং ইতালীয় চিহ্নতত্ত্ববিদ উমবের্তো ইকোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সাধু থমাস প্রায়ই একটি খোলা বই বা একটি পালকের কলম হাতে চিত্রিত হন।

Scroll to Top