সাধ্বী বিবিয়ানা: মানসিক যন্ত্রণা ও নির্যাতনের পৃষ্ঠপোষক

ডিসেম্বর ২: খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে আমরা সাধ্বী বিবিয়ানার স্মরণ করি। তিনি মানসিক অসুস্থতা, মাথাব্যথা, অত্যাচারের শিকার এবং এমনকি মদ্যপানের পরবর্তী দিনের কষ্ট বা হ্যাংওভারের পৃষ্ঠপোষক সাধ্বী হিসেবে পরিচিত।

জীবনী:

সাধ্বী বিবিয়ানা (৩৬২ খ্রিস্টাব্দে মৃত্যু) চতুর্থ শতকের রোমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন খ্রিস্টান পরিবারের মেয়ে, যাঁর বাবা-মা তাঁদের বিশ্বাসের জন্য শহিদ হন। তাঁর বাবা ফ্লাভিয়ান ছিলেন একজন খ্রিস্টান যোদ্ধা, যিনি তাঁর বিশ্বাসের কারণে বন্দি ও অত্যাচারিত হয়ে মারা যান। তাঁর মা ডাফ্রোসাও তাঁদের খ্রিস্টান বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর পর, সম্রাট জুলিয়ান আপোস্টেট (৩৬১–৩৬৩ খ্রিস্টাব্দে শাসনকাল) দুই বোন বিবিয়ানা ও ডেমেট্রিয়াকে খ্রিস্টান বিশ্বাস ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা তাঁদের বিশ্বাসে অটল থাকেন। ডেমেট্রিয়া অত্যাচারের ভয় ও কষ্টের কারণে অসুস্থ হয়ে মারা যান। এরপর, সাধ্বী বিবিয়ানাকে রোমের শাসকের আদেশে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়।

বিশ্বাসে অটল থাকার কারণে, ৩৬২ খ্রিস্টাব্দে সাধ্বী বিবিয়ানাকে নির্মমভাবে নির্যাতন করে শহিদ করা হয়। তাঁর দৃঢ়তা এবং বিশ্বাস তাঁকে চিরকালীন পবিত্রতার মর্যাদা এনে দেয়।

পৃষ্ঠপোষকতা:

সাধ্বী বিবিয়ানা মানসিক ও শারীরিক যন্ত্রণা ভোগ করা ব্যক্তিদের পৃষ্ঠপোষক সাধ্বী হিসেবে পরিচিত। খ্রিস্টান ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে, তাঁর প্রতি প্রার্থনা মানসিক ও শারীরিক আরোগ্য এনে দিতে পারে। মাথাব্যথা, মানসিক অসুস্থতা এবং হ্যাংওভারের মতো সমস্যায় তিনি সহায়ক হিসেবে সম্মানিত।

তাঁর স্মরণে:

ডিসেম্বর ২ তারিখে খ্রিস্টান সম্প্রদায় সাধ্বী বিবিয়ানার স্মরণে প্রার্থনা করে। বিশেষত রোমে তাঁর নামে উৎসর্গীকৃত গির্জায় (সান্তা বিবিয়ানা গির্জা) এই দিনটি উদযাপন করা হয়। এই দিনটি বিশ্বাসের প্রতি তাঁর অটলতার উদাহরণকে স্মরণ করার এবং তাঁর জীবনের শিক্ষা গ্রহণ করার একটি সুযোগ।

শেষ কথা:

সকল সাধু-সাধ্বীর মতো, সাধ্বী বিবিয়ানার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে, বিশ্বাস এবং সাহসের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আজকের দিনে, আসুন আমরা তাঁকে স্মরণ করি এবং তাঁর কাছ থেকে মানসিক শক্তি এবং সমর্থন প্রার্থনা করি।

Scroll to Top