রক্ষক দূতের কাছে প্রার্থনা

হে, ঈশ্বরের দূত,
তুমি আমার রক্ষক,
ঐশ্বরিক করুনায় আমি তোমার হাতে সমর্পিত হয়েছি;
তুমি অন্ধকার দীপ্তিময় কর,
আমাকে পাপ থেকে রক্ষা কর,
আমাকে চালাও ও শাসন কর।
– আমেন

Scroll to Top