সর্বশক্তিমান ঈশ্বর, নিত্যকুমারী ধন্যা মারীয়া, মহাদূত ধন্য মিখায়েল, দীক্ষাগুরু ধন্য যোহন, সাধু প্রেরিত পিতর ও পৌল, সকল সাধুর কাছে (এবং গুরু, তোমার কাছে) আমি স্বীকার করি যে, আমি চিন্তায়, কথায় ও কাজে অত্যন্ত পাপাচরণ করিয়াছি, আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। তাই, নিত্যকুমারী ধন্যা মারীয়া, মহাদূত ধন্য মিখায়েল, দীক্ষাগুরু ধন্য যোহন, সাধু পিতর ও পৌল, সকল সাধুর কাছে (এবং গুরু, তোমার কাছে) আমি মিনতি করি, তোমরা আমার জন্য আমাদের প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা কর।
(অথবা) হে করুণাময় পিতা, তোমার কাছে ও ভাইবোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে, আমি কথায়, কাজে ও চিন্তায় পাপ করিয়াছি। এই সকল আমারই অপরাধ…….. । হে পুণ্যময়ী মারীয়া, হে স্বর্গীয় দূত ও সাধুগণ এবং ভাইবোনেরা, মিনতি করি, তোমরা সকলে প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা কর।