হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পূজিত হোক;
তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক।
তোমার ইচ্ছা যেমন স্বর্গে, তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক।
আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও
এবং আমরা যেমন আমাদের অপরাধিদের ক্ষমা করি,
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর;
আর আমাদের প্রলভনে পড়তে দিও না
কিন্তু অনর্থক1 হতে রক্ষা কর।
-আমেন।
- বিপদ ↩︎