স্মরণ কর,
হে করুণাময়ী কুমারি মারীয়া, কেউ তোমাকে ডাকিয়া সাড়া যে পায় নাই, কেউ সাহায্য চাইলে তুমি যে দাও নাই, বিপদে পড়িয়া কেউ রক্ষা প্রার্থনা করিলে তুমি যে শোন নাই এই কথা কে বলিতে পারে। এই ভরসায় আজ আমি তোমার নিকট আসিয়াছি। হে অতুলনীয়া কুমারী, আমার জননী, আজ তুমি আমার গতি, তুমিই এই দীনহীন পাপীর একমাত্র আশ্রয়। ঈশ্বরের পুত্রের মাতা, তুমি আমারও মাতা, তোমার অযোগ্য সন্তানের প্রার্থনা অগ্রাহ্য করিয়ো না, কিন্তু কৃপা করিয়া আমার প্রার্থনাটি গ্রহন করিয়া তাহা পুরণ কর।
-আমেন