ধন্যা কুমারী মারীয়ার স্তব

প্রভু, দয়া কর।
খ্রিষ্ট, দয়া কর।
প্রভু, দয়া কর।
খ্রিষ্ট, আমদের প্রার্থনা শোন।
খ্রিষ্ট, আমদের প্রার্থনা গ্রহণ কর।

স্বর্গীয় পিতা ঈশ্বর,
আমাদের প্রতি সদয় হও

জগতত্রাতা পুত্র ঈশ্বর,
আমাদের প্রতি সদয় হও

পবিত্র আত্মা ঈশ্বর,
আমাদের প্রতি সদয় হও

পবিত্র ত্রিত্ব এক ঈশ্বর,
আমাদের প্রতি সদয় হও

পবিত্রা মারীয়া,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

ঈশ্বরের পবিত্রা জননী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

কুমারী কুলোত্তমা পবিত্রা কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

খ্রিষ্টের মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

খ্রিষ্ট মণ্ডলির মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

ঐশ্বরিক প্রসাদের মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পরম নির্মলা মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পরম বিশুদ্ধা মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

অক্ষতা মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

অস্পৃষ্টা মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

প্রেমের যোগ্যা মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

চমৎকারিণী মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

সুপরামর্শের মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

সৃষ্টিকর্তার মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

ত্রাণকর্তার মাতা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পরম পরিণামদর্শিনী কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

শ্রদ্ধেয়া কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

প্রসংশনীয়া কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

শক্তিমতি কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

দয়াময়ী কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

বিশ্বস্তা কুমারী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

ন্যায়ের দর্পণ,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

প্রজ্ঞার আসন,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

আমাদের আনন্দের কারণ,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

আধ্যাত্নিক আধার,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পরম ভক্তির আধার,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

নিগুঢ় গোলাপ,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

দায়ুদের দুর্গ,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

হস্তিদন্তের দুর্গ,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

স্বর্ণের গৃহ,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

সন্ধি-নিয়মের সিন্দুক,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

স্বর্গের দ্বার,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

প্রভাতের তারা,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

রোগিদের স্বাস্থ্য,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পাপীদের আশ্রয়,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

দুঃখীদের সান্ত্বনা দায়িনী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

খ্রিস্টানদের সহায়,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

দুতগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

কুলপতিগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

ভাববাদীগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

প্রেরিতগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

সাক্ষ্যমরগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

ধর্মসাধকগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

কুমারীগণের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

সমুদয় সাধু রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

অমল-সম্ভবা রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

স্বর্গোন্নীতা রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পরম পবিত্র জপমালা রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

পরিবারের রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

শান্তি রাণী,
আমাদের মঙ্গল প্রার্থনা কর

চালকঃ হে ঈশ্বরের মেষশাবক, জগতের পাপাহারী,
সবাইঃ প্রভু, আমাদের ক্ষমা কর ।

চালকঃ হে ঈশ্বরের মেষশাবক, জগতের পাপাহারী,
সবাইঃ প্রভু, আমাদের প্রার্থনা গ্রহণ কর ।

চালকঃ হে ঈশ্বরের মেষশাবক, জগতের পাপাহারী,
সবাইঃ আমাদের প্রতি সদয় হও ।

চালকঃ এস, আমরা প্রার্থনা করি-
হে প্রভু ঈশ্বর, আমরা সবিনয় প্রার্থনা করি, যেন তোমার সেবক আমরা চিরদিন সুস্থাবস্থায় জীবন যাপন করি এবং গৌরবান্বিতা নিত্যকুমারী ধন্যা মারীয়ার অনুরোধে বর্তমান দুঃখ হইতে সংরক্ষিত হইয়া নিত্যানন্দ ভোগ করি। আমাদের প্রভু খ্রিষ্টের নামে । – আমেন।

Scroll to Top