স্বাধীনতা দিবস উপলক্ষে প্রার্থনা

হে সর্বশক্তিমান অনাদি-অনন্ত পরমেশ্বর, তোমার অপার মহিমা আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশুখ্রীষ্টের দ্বারা সকল জাতির নিকট প্রকাশিত হয়েছে। আমাদের মাতৃভূমি এই বাংলাদেশের উপর তোমার আশীর্বাদ বর্ষণ কর। যে ধর্মসন্ধানী জাতি প্রাচীনকাল থেকে তোমার নাম-মাহাত্ম্য কীর্তন করে আসছে, যে জাতির বহু ভক্ত নরনারী খ্রীষ্টমণ্ডলীর সেবায় ও বাণী প্রচারে অক্লান্তভাবে আত্মনিয়োগ করেছে, আমাদের সেই বাংলাদেশের জনগণের প্রতি সদয় দৃষ্টিপাত করে ন্যায় ও সত্যে প্রতিষ্ঠিত শান্তি-দানে, সার্বজনীন প্রীতি ও মৈত্রী প্রবর্তনে এবং ধর্মসঙ্গত লৌকিক উন্নতি সাধনে স্বার্গীয় জীবন পথে পারিচালিত কর।

হে শক্তিদাতা, জ্ঞানদাতা ও ভাগ্যবিধাতা, তুমি আমাদের জাতির পরম অধিনায়ক হয়ে থাক। আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি, প্রধান্মন্ত্রী ও অন্যান্য দেশ-নেতাকে তোমার পবিত্রতম আত্মার প্রেরণায় অনুপ্রাণিত করে তোল। তোমার আশীর্বাদে তাঁরা যেন সুবিবেচনা ও সুবিচারের গুণে দেশবাসীর প্রকৃত কল্যাণের পথ নির্ণয় করে সুবিজ্ঞ সহকর্মী ও নিঃস্বার্থ প্রতিনিধির নির্বাচনে, অক্লান্ত কর্মনিষ্ঠা ও আশানুরূপ কার্য সাফল্যে আমাদের সমগ্র জাতির মঙ্গল সাধন করতে পারেন, আমরা তোমার নিকট প্রার্থনা করি, তাঁদের বিজ্ঞ তত্ত্বাবধানে ও উদার নেতৃত্বে সর্বপ্রকার অন্যায় ও অধর্মের প্রতিরোধ হোক, সকল দেশবাসী ধর্মভীরু ও ঈশ্বরভক্ত হয়ে উঠুক, দেশের সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হোক এবং পৃথিবীর সকল জাতির সঙ্গে আমাদের মৈত্রী ও ভ্রাতৃভাব সুদৃঢ় থাকুক।

আমাদের দেশের মাননীয় নেতৃবর্গের জন্য আমরা আজ তোমার নিকট আশীর্বাদ প্রার্থনা করি। তুমি সর্বদা তাঁদের পথ-প্রদর্শন করে তোমার নিত্য সাহায্য দানে এই দেশের শাসন ও পরিচালনা ব্যবস্থা দোষমুক্ত ও সাফল্যমণ্ডিত করে তোল।

হে অসীম করুণাময় পরমেশ্বর, বাংলাদেশের সকল অধিবাসীকে প্রকৃত ভ্রাতৃপ্রেমের বন্ধনে একতাবদ্ধ কর। তোমার আশীর্বাদে তোমার পুণ্যতম বিধান অবগত হয়ে, বাংলাদেশবাসী যেন সেই বিধান পালনে পবিত্র জীবন যাপন করতে পারে। সকল প্রকার জয়-পরাজয় ও আশা নিরাশার অতীত যে শান্তি ও আনন্দ মুক্তিদাতা যীশু খ্রীষ্টের সেবায় ও প্রেমে নিহিত, সেই শান্তি ও আনন্দ তোমার সকল বাংলাদেশী সন্তানকে প্রদান কর।
– আমেন।

Scroll to Top