স্বর্গ-মর্তের স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ও তার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি; যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইলেন, কুমারী মারীয়া হইতে জন্ম গ্রহণ করিলেন, পোন্তিয় পিলাতের শাসনকালে যাতনাভোগ করিলেন, ক্রুশবিদ্ধ, গতপ্রাণ ও সমাধিস্ত হইলেন, পাতালে অবরোহণ করিলেন; তৃতীয় দিনে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন; স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিন পাশে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত ও মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী কাথলিক মণ্ডলী, সাধুগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন বিশ্বাস করি।
-আমেন।