:প্রভুর দূত মারীয়াকে সংবাদ দিলেন।
:এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হলেন।
প্রণাম মারীয়া…
:দেখ, আমি প্রভুর দাসি।
:তোমার কথা অনুযায়ী আমার গতি হোক।
প্রণাম মারীয়া…
:এবং, বাক্য দেহ ধারণ করলেন।
:এবং, তিনি আমাদের মধ্যে বাস করলেন।
প্রণাম মারীয়া…
হে ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহগ্রহণের সংবাদ আমরা দূতের মাধ্যমে জেনেছি। আমরা অনুনয় করি, আমদের হৃদয়ে তোমার প্রসাদবারি¹ বর্ষণ কর। যেন, তার যাতনাভোগ ও ক্রুশ দ্বারা আমরা তার পুনরুত্থানের মহিমা লাভ করতে পারি।
আমেন।
- আশীর্বাদের বৃষ্টি