Akashe Chondro Tara Bono Giri Nodi Dhara Lyrics
আকাশে চন্দ্র-তারা, বন-গিরি, নদী-ধারা
আকাশে চন্দ্র-তারা, বন-গিরি, নদী-ধারা
তোমার মহিমা গায়, প্রভু, তোমার মহিমা গায়।
তুমি যে বিশ্ব জুড়ে রয়েছ সবার সুরে।
নিখিল মানব সবে তোমার শরণ চায়।।
তুমি অনন্ত, তবু তুমি ধরা দাও
প্রেমের আসনে চরণ ফেলিয়া যাও।
তোমার করুণা লভি’ পেয়েছি মোরা যে সবই
অলখ হতে গো তুমি জীবন ভরো সুধায়।।