সর্বশক্তিমান, কর শক্তি দান লিরিক্স
Sorboshoktiman Koro Shokti Dan Lyrics
সর্বশক্তিমান, কর শক্তি দান
পথে যেন শুয়ে না যাই হয়ে ম্রিয়মাণ।
পৃথিবীর এ রণস্থলে
কে টিকেছে আপন বলে।
পেয়েছে যে শক্তি তোমার,
সেইতো শক্তিমান।
কত ভক্ত তোমার কারণ
করেছিল মৃত্যুবরণ
কৃপা তোমার করেছিল
দৃঢ় তাদের প্রাণ।
আমার প্রভু নাই যে গতি,
আশাতে চাই তোমার প্রতি
পারি যদি তোমার নামে
করতে জীবন দান।।