আইস আমরা তাঁহার আবাসে যাই

আইস আমরা তাঁহার আবাসে যাই লিরিক্স
Aisho Amra Tahar Abashe Jai Lyrics

আইস আমরা তাঁহার আবাসে যাই
তাঁহার পাদপীঠে প্রণিপাত করি।
হে সদা প্রভু উঠ
তোমার বিশ্রামস্থানে আইস।
তুমি ও তোমার শক্তির সিন্দুক আইসুক।
তোমার যাজকগণ
ধার্মিকতা পরিহিত হোক।
তোমার সাধুগণ আনন্দ গান করুক।
আল্লেলুইয়া হোজান্না আল্লেলুইয়া।।