হোম

বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের জন্য talpotro.com এক অনলাইন সহায়িকা। বাঙ্গালি খ্রিস্টানদের জন্য আমরা খ্রিস্টীয় জীবনধারা প্রচারে নিয়োজিত। ঈশ্বরের সাথে কথা বলা বা যোগাযোগ স্থাপন করাই প্রার্থনা। এর জন্য কোন প্রার্থনাই মুখস্ত করা আবশ্যক নয়। কিছু নিয়মিত প্রার্থনা গুছিয়ে সাজানো আছে যেন আমরা প্রয়োজনে সেই প্রার্থনা গুলোর মধ্য দিয়ে মনের চাওয়া-পাওয়া গুলো সহজে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। 
আমাদের প্রয়োজনীয় প্রার্থনাগুলো সহজেই খুজে পেতে বুকমার্ক করে রাখুন। নতুন সব আপডেট এখন থেকে শুধুমাত্র talpotro.com এই প্রকাশিত হবে।

রোজারি মালা প্রার্থনা

প্রণাম রানী, দয়াময়ী মা, আমাদের জীবন-মাধুর্য ও ভরসা, প্রণাম। হবার নির্বাসিত সন্তান আমরা, তোমার কাছে আর্তনাদ করছি। এই অশ্রুময় সংসারে আমরা তোমার উদ্দেশ্যে কেঁদে পরিতাপ করছি। হে নিত্য সাহায্যকারিণী, তোমার সদয় চোখে আমাদের দিকে তাকাও। এই নির্বাসনের পর তোমার পুত্র ধন্য যীশুকে আমাদের প্রদর্শন কর। হে দয়াময়ী, হে স্নেহময়ী, হে মাধুর্যময়ী, মারীয়া-কুমারী।

হে পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা কর।
সবাইঃ আমরা যেন খ্রিষ্টের অঙ্গীকারের যোগ্য হয়ে উঠি।

চালকঃ এস, আমরা প্রার্থনা করি…

হে ঈশ্বর, তোমার একমাত্র পুত্র নিজের জীবন, মৃত্যু ও পুনুরুত্থান এর মাধ্যমে আমাদের জন্য অনন্ত পরিত্রাণের পুরষ্কার অর্জন করেছেন । মিনতি করি, আমরা যেন কুমারী মারীয়ার পবিত্র জপমালার নিগুঢ়তত্ত্ব ধ্যান করে এর অন্তর্গত ভাব অনুকরণ করতে এবং তাঁর প্রতিশ্রুত ফল লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিষ্টের নামে। – আমেন।

Scroll to Top